ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

হিমেল বাতাসে জনজীবন স্থবির

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২১, ১৩ জানুয়ারি ২০২৪  
হিমেল বাতাসে জনজীবন স্থবির

পটুয়াখালীতে ঘন কুয়াশার ঘনত্ব কিছুটা কমলেও তীব্র শীতের সঙ্গে বইছে হিমেল বাতাস। শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এতে জনজীবন স্থবির হয়ে পড়েছে।

হাড় কাঁপানো শীতে সবচেয়ে দুর্ভোগে রয়েছেন চরাঞ্চলের বাসিন্দারা। চরম ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন। অনেকে খড়কুটো জালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছেন।

এদিকে, জেলার সব হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। এর মধ্যে, ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বেশি।

ইলিয়াস নামে এক শ্রমিক বলেন, আমরা বরফ দেওয়া মাছ মাথায় করে টানি। তার ওপর গত কয়েকদিন ধরে বাতাসের সঙ্গে শীত অনেক বাড়ছে। খড়কুটো দিয়ে আগুন জালিয়েও শীত নিবারণ করা যাচ্ছে না।

ভ্যানচালক মোসলেম মিয়া বলেন, শীতের সঙ্গে হিমেল বাতাস বইছে। যে কারণে ভ্যান চালাইতে গেলে শীত বেশি অনুভূত হয়। অনেক সময় গাঁ বরফের মতো হয়ে যায়। শীতের কারণে খুব কষ্টে আছি।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, সপ্তাহজুড়ে শীতের প্রকোপ আরও বাড়তে পারে। এছাড়া, অনেক স্থানে গুড়ি বৃষ্টিও হতে পারে।

ইমরান/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়