ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নরসিংদী শিবপুরে ট্রাকচাপায় আরিফুল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার (১২ জানুয়ারি) রাতে উপজেলা লাকপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। আরিফুল ইসলাম বাঘাব ইউনিয়নের সফরিয়া গ্রামের আমির চানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে আরিফুল ও তার দুই বন্ধু ছিল। হঠাৎ পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফুলকে মৃত ঘোষণা করেন।
শিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
হৃদয়/কেআই