নড়াইলে কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ
নড়াইল প্রতিনিধি: || রাইজিংবিডি.কম
নড়াইলের লোহাগড়া উপজেলার চরদিঘলিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার(১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম ওলিয়ার রহমান মোল্যা (৫৫)। ওলিয়ার চরদিঘলিয়া গ্রামে মৃত রাজ্জাক মোল্যার ছেলে।
নিহতের স্ত্রী আসমা বেগমের অভিযোগ, চরদিঘলিয়া গ্রামের মফিজ মাতুব্বরের সঙ্গে একই গ্রামের ওলিয়ার রহমান মোল্যার জমি জমা সংক্রান্ত বিরোধ ছিল। শনিবার(১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে ওলিয়ার রহমান বাড়ি থেকে মাঠে যাওয়ার পথে মফিজ মাতুব্বরের নেতৃত্বে রবিউল, রিয়াদসহ ১০/১২ জন মিলে ওলিয়ার রহমান মোল্যাকে কুপিয়ে ফেলে রেখে যায় । পরে স্থানীয় লোকজন আহত ওলিয়ার রহমান মোল্যাকে লোহাগড়া হাসপাতালে নিয়ে আসে ।
এ বিষয়ে লোহাগড়া হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার প্রান্ত কুমার জানান, হাসপাতালে আনার আগেই ওলিয়ার রহমানের মৃত্যু হয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমান শান্ত রয়েছে।
/শরিফুল/স্বরলিপি