উখিয়ায় মিনিবাস-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত, আহত ৫
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কক্সবাজারের উখিয়ায় যাত্রীবাহী মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মুফিজুল ইসলাম (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
শনিবার (১৩ জানুয়ারি) রাত ৮টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মুফিজুল ইসলাম টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার রশিদ আহমদের ছেলে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার রাতে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংযোগ সড়কস্থলে কক্সবাজারমুখী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয় এবং চালকসহ পাঁচজন আহত হন।
তারেকুর/কেআই