ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

উখিয়ায় মিনিবাস-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত, আহত ৫

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৮, ১৪ জানুয়ারি ২০২৪   আপডেট: ০৯:১০, ১৪ জানুয়ারি ২০২৪
উখিয়ায় মিনিবাস-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত, আহত ৫

কক্সবাজারের উখিয়ায় যাত্রীবাহী মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মুফিজুল ইসলাম (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

শনিবার (১৩ জানুয়ারি) রাত ৮টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

মুফিজুল ইসলাম টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার রশিদ আহমদের ছেলে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

তিনি বলেন, শনিবার রাতে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংযোগ সড়কস্থলে কক্সবাজারমুখী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয় এবং চালকসহ পাঁচজন আহত হন।

তারেকুর/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়