ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

শরীয়তপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১১, ১৪ জানুয়ারি ২০২৪   আপডেট: ০৯:১৩, ১৪ জানুয়ারি ২০২৪
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

রোববার (১৪ জানুয়ারি) সকাল ৮টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে, শনিবার রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)।

বিআইডব্লিউটিসির শরীয়তপুর-নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

তিনি বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে মাঝপথে কোনো ফেরি নোঙর করে রাখতে হয়নি। কুয়াশার ঘনত্ব কমে গেলে সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল শুরু হয়। যানবাহন পারাপারের জন্য এই রুটে ছোট-বড় পাঁচটি ফেরি রয়েছে।

আকাশ/ইভা

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়