ফার্নিচার মার্কেটে আগুন, ৪ দোকান ও ১ সেলুন ভস্মীভূত
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কক্সবাজারের ঈদগাঁওয়ে একটি ফার্নিচার মার্কেট আগুন লেগেছে। অগ্নিকাণ্ডে ৪টি দোকান ও একটি সেলুন ভস্মীভূত হয়েছে।
রোববার (১৪ জানুয়ারি) সকালে ঈদগাঁওয়ের ইসলামাবাদ ডুলা ফকির বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাজার পরিচালনা কমিটির সভাপতি ওবাইদুল হক।
তিনি বলেন, সকাল সাড়ে ৭টার দিকে বাজারের পূর্ব পাশের রফিকুল ইসলামের মালিকানাধীন মার্কেটে হঠাৎ আগুন লাগে। টিন ও বাঁশের বেড়ায় তৈরি মার্কেট হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ৪টি দোকান ও ১টি সেলুন পুড়ে গেছে। প্রায় ৪০-৪৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।
রামু ফায়ার সার্ভিসের টিম লিডার মো. হাসান চৌধুরী বলেন, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
তারেকুর/কেআই