ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৭, ১৪ জানুয়ারি ২০২৪  
বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল

বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিলে পুলিশি বাধা।

বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের কালো পতাকা মিছিল পুলিশের বাধায় পন্ড হয়ে গেছে।

রোববার (১৪ জানুয়ারি) ডামি নির্বাচন বাতিল এবং সরকারের পদত্যাগ দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে জেলা আইনজীবী সমিতি কার্যালয় চত্বর থেকে বিএনপিপন্থী আইনজীবীরা কালো পতাকা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশি বাধার সম্মুখীন হন।

মিছিলটি আদালত চত্বর থেকে ফজলুল হক এভিনিউ সড়কে বের হওয়ার সময় জেলা জজ আদালতের ফটকে তাদের আটকে দেয় পুলিশ। এ নিয়ে উভয় পক্ষের বাদানুবাদ হলেও শেষ পর্যন্ত মিছিল করতে দেয়নি পুলিশ। পরে মিছিলটি ফের আদালত চত্বরের আইনজীবী সমিতি ভবনের সামনে গিয়ে শেষ হয়।

আরো পড়ুন:

এর আগে মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মহসিন মন্টু। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শহীদ হোসেন, কাজী বশির উদ্দিন, শাহানুর বেগম ও আজাদ হোসাইনসহ অন্যান্যরা। বিক্ষোভ সমাবেশে বক্তারা ‘ডামি নির্বাচন’ বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে পুনরায় জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান।

আরিফুর/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়