ঢাকা     বুধবার   ২৫ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১০ ১৪৩১

খুলনার সাংবাদিক মানিক সাহা হত্যার দুই দশক সোমবার

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৪, ১৪ জানুয়ারি ২০২৪  
খুলনার সাংবাদিক মানিক সাহা হত্যার দুই দশক সোমবার

সাংবাদিক মানিক সাহা

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংবাদের ব্যুরো প্রধান মানিক সাহার ২০তম হত্যাবার্ষিকী সোমবার (১৫ জানুয়ারি)। ২০০৪ সালের এইদিনে খুলনা প্রেসক্লাব থেকে রিকশায় করে আহসান আহমেদ রোডের নিজ বাসায় যাওয়ার সময় চরমপন্থীদের বোমা হামলায় নিহত হন তিনি। 

সাংবাদিক মানিক সাহার হত্যাবাষির্কী উপলক্ষ্যে সিপিবি, ছাত্র ইউনিয়ন, উদীচী, রতন সেন পাবলিক লাইব্রেরি, সাংবাদিক সংগঠনসমূহ বিভিন্ন কর্মসূচি নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে খুলনা প্রেসক্লাবের শহিদ সাংবাদিক বেদিতে শ্রদ্ধা নিবেদন, স্মরণ ও আলোচনা সভা প্রভৃতি। 

হত্যা ও মামলা: সাংবাদিক মানিক সাহা হত্যার পরই খুলনা সদর থানায় হত্যা ও বিস্ফোরক অংশে পৃথক দুটি মামলা হয়। যার বাদী ছিলেন খুলনা থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) রণজিৎ কুমার পাল। ওই মামলায় নাম না জানা ব্যক্তিদের আসামি করা হয়। দুটি মামলার হত্যা অংশে ৯ আসামি সাজাপ্রাপ্ত হলেও বিস্ফোরক মামলায় সবাই খালাস পান। 

আরো পড়ুন:

২০০৪ সালের হত্যা মামলায় ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল হয়। ২০১৬ সালের ৩০ নভেম্বর এ হত্যা মামলায় ৯ জনকে যাবজ্জীবন সাজা দেন খুলনার দ্রুত বিচার আদালতের বিচারক জেলা ও দায়রা জজ এম এ রব হাওলাদার। 

অপরদিকে, ২০০৭ সালের ১৯ মার্চ একই আসামিদের অভিযুক্ত করে বিস্ফোরক মামলার অভিযোগপত্র জমা দেওয়া হয়। একই বছর এ মামলার অধিকতর তদন্ত শেষে একজন যুক্ত হয়ে আসামি হন ১৪জন। বিচার কার্যক্রম শুরু হওয়ার আগেই আসামিদের মধ্যে তিনজন ক্রসফায়ারে মারা যান। পরে ১১ আসামি নিয়ে বিচার কার্যক্রম শুরু হয়। 

হত্যা মামলায় যাবজ্জীবন সাজপ্রাপ্তরা হলেন- সুমন ওরফে নুরুজ্জামান, বুলবুল ওরফে বুলু, আকরাম ওরফে বোমারু আকরাম, আলী আকবর ওরফে শাওন, সাত্তার ওরফে ডিস্কো ছাতার, বেল্লাল, মিথুন, সরোয়ার ওরফে সরো, সাফায়াত ওরফে শওকত ওরফে সাকা পলাতক। ক্রসফায়ারে নিহতরা হলেন- আব্দুর রশিদ, আলতাফ ওরফে বিডিআর আলতাফ এবং মাহফুজ ওরফে মফিজ ওরফে নাসিম ওরফে শফিকুল ইসলাম। খালাসপ্রাপ্তরা হলেন ওমর ফারুক ওরফে কচি ও হাই ইসলাম। 

নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়