ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

সাতক্ষীরায় হিমেল হাওয়ায় কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত 

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৪, ১৫ জানুয়ারি ২০২৪   আপডেট: ০৯:৪৬, ১৫ জানুয়ারি ২০২৪
সাতক্ষীরায় হিমেল হাওয়ায় কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত 

সাতক্ষীরায় গুঁড়িগুঁড়ি বৃষ্টির মতো ঘন কুয়াশা পড়ছে। হিমেল হাওয়ায় সাথে নেমে আসা কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতে বেড়ে গেছে শিশু ও বৃদ্ধদের দুর্ভোগ। হতদরিদ্র নিম্ন আয়ের মানুষজনও আয়-রোজগার থেকে বঞ্চিত হচ্ছে।

সোমবার (১৫ জানুয়ারি) সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। জানিয়েছেন সাতক্ষীরা আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ জুলফিকার আলী রিপন।  

তালা উপজেলার কৃষক মো. মতিয়ার রহমান মোড়ল, শহিদুল ইসলামসহ অনেকেই জানান, ঘন কুয়াশা আর শীতে তীব্র প্রকোপে জবুথবু হয়ে পড়েছে তালা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ। সেই সাথে নষ্ট হচ্ছে মাঠের ফসল। দরিদ্ররা শীতবস্ত্রের অভাবে কষ্টে দিনাতিপাত করছেন।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ সুফিয়ান রুস্তম জানান, এই শীতে শিশুদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। বয়স্কদের ক্ষেত্রেও একই ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে। ঠান্ডা লাগলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হুমায়ূন কবির জানান, জেলা প্রশাসনের উদ্যোগে গরিব, দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে ঘুরে ৫০০ জন শীতার্তের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।

এসময় উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কাল্টের সজীব তালুকদার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ আহমেদ, প্রনয় বিশ্বাস ও নুসরাত জাহান। 

শাহীন/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়