ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

শরীয়তপুর বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান

শরীয়তপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪২, ১৫ জানুয়ারি ২০২৪  
শরীয়তপুর বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান

গ্ৰাহক হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে শরীয়তপুর বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মাদারীপুর দুদকের একটি টিম এই অভিযান পরিচালনা করে। এসময় বিআরটিএ কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন অনিয়মের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন তারা। 

দুর্নীতি দমন কমিশন মাদারীপুর-এর সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান বলেন, একজন সেবা গ্রহীতা আমাদের কাছে অভিযোগ করেছেন, তিনি লাইসেন্স নবায়ন ও প্রদানের ক্ষেত্রে বিভিন্ন সময় হয়রানি ও ঘুষ লেনদেনের শিকার হন। এরই প্রেক্ষিতে হেড অফিস থেকে এনগেজমেন্ট পরিচালনার জন্য দুর্নীতি দমন কমিশন মাদারীপুরকে নির্দেশনা দেওয়া হয়। আমরা এখানে কাগজপত্রের সত্যতা যাচাই করে দেখেছি। আমরা এখানে একজন দালালকে ধরেছি। ভুক্তভোগীর কাছ থেকে যে টাকা নিয়েছিল সেটা সেবা গ্রহীতাকে ফেরত দেওয়া হয়েছে। পরে ওই দালালকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমরা এখান থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়েছি। আমরা অফিসে গিয়ে বিচার বিশ্লেষণ করে হেড অফিসে রিপোর্ট আকারে জমা দেব। এরপর কমিশন সিদ্ধান্ত নেবে।

সাইফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়