শিশুটিকে বাঁচাতে পরিবারের আকুতি
পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মা হাসিনা বেগমের কোলে লাবীব।
দরিদ্র পরিবারের এক বছর বয়সী শিশু লাবীব। এ বয়সেই জটিল রোগ বাসা বেঁধেছে তার শরীরে। জটিল হৃদরোগে মুত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শিশুটি। তাই শিশুটিকে বাঁচাতে চিকিৎসা সহায়তার আকুতি জানিয়েছে পরিবার।
লাবীবের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরি ইউনিয়নের গোবরাপাড়া গ্রামে। তার বাবা আইনুল ইসলাম পেশায় ভ্যান চালক। ভ্যান চালিয়ে যা আয় হয় তা দিয়েই কোনোমতে সংসার চলে তার।
লাবীবের হার্টে দুইটি ছিদ্র। চিকিৎসকরা জানিয়েছেন দ্রুত অপারেশন করা না হলে শিশুটির বাঁচার সম্ভাবনা খুবই কম। অপারেশন করতে প্রয়োজন প্রায় ৪ লাখ টাকা। কিন্তু লাবীবের হতদরিদ্র বাবা যেখানে সংসার চালাতেই প্রতিনিয়ত হিমশিম খান সেখানে এত টাকা জোগাড় করবেন কিভাবে? এই অবস্থায় চোখে অন্ধকার দেখছে পরিবারটি।
শিশুটির বাবা আইনুল ইসলাম বলেন, জন্মগতভাবেই ছেলেটি অসুস্থ। একবছর ধরে চিকিৎসা চালাতে গিয়ে আমার সব শেষ। এখন সহায় সম্বল বলতে তিন শতকের ভিটে মাটি আর রোজগারের ভ্যানটিই আছে।
তিনি আরও বলেন, গত তিন মাস আগে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে নিয়ে গিয়েছিলাম ছেলেকে। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. তারিকুল ইসলাম দেখেছিলেন। তিনি অপারেশন করাতে হবে বলেছেন। এজন্য বিএসএমএমইউ-এ নিয়ে যেতে বলেছিলেন। কিন্তু অর্থাভাবে এখনো নিতে পারতেছি না।
লাবীবের দাদা আমিরুল ইসলাম বলেন, নাতির চিকিৎসার জন্য আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরে যা পাচ্ছি তা দিয়ে কোনোমতে চিকিৎসা চালিয়ে নিচ্ছি। কিন্তু অপারেশন করতে হলে তো অনেক টাকার প্রয়োজন। একটি এনজিওতে ঋণের আবেদন করেছি, তারা ৫০ হাজার টাকা দিতে চাইছে। কিন্তু এ টাকা দিয়ে তো আর অপারেশন হবে না।
তিনি নাতিকে বাঁচাতে বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
ঝলই শালশিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন বলেন, পরিবারটি অত্যন্ত দরিদ্র। অনেক কষ্টে সংসার চলে। শিশুটির অপারেশন করতে প্রচুর টাকার প্রয়োজন, তাই সকলেই কিছু করে অর্থ দিয়ে সাহায্য করলে তাদের জন্য সহজ হবে। আমি নিজেও ব্যক্তিগতভাবে সহযোগিতা করবো।
শিশু লাবীবের অপারেশনের জন্য কথা বলে সহযোগিতা করতে পারেন যে কেউ- ০১৭৯২৯৫১৯১৩ (নগদ)।
নাঈম/ফয়সাল