রায়পুর প্রেসক্লাবের সভাপতি আনোয়ার, সম্পাদক সুমন
লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আনোয়ার হোসেন ঢালী (বামে) ও এম আর সুমন (ডানে)
রায়পুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে আনোয়ার হোসেন ঢালী সভাপতি (আমাদের সময়) ও এম আর সুমন (ইত্তেফাক) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৫ জানুয়ারি) বিকেল ৫ ঘটিকায় প্রধান নির্বাচন কমিশনার কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, ১৫ জানুয়ারি রায়পুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২টি পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।
কার্যনির্বাহী কমিটির নির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সভাপতি তাবারক হোসেন আজাদ (যুগান্তর), মিজানুর রহমান মোল্লা (সমকাল), যুগ্ম-সম্পাদক হারুনুর রশিদ (আমার সংবাদ), সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন সজিব (ভোরের পাতা), কোষাধ্যক্ষ মিজানুর রহমান মঞ্জু (খোলা কাগজ), নির্বাহী সদস্য জামশেদ কবির বাক্কি বিল্লাহ, মাহবুবুল আলম মিন্টু, মো. মোস্তফা কামাল, কামাল উদ্দিন ও মুকুল পাটওয়ারী নির্বাচিত হন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন, উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ, পৌর মেয়র গিয়াসউদ্দীন রুবেল ভাট, প্রফেসর আমানত হোসেন দিদার, সহকারী কমিশনার ভূমি মনিরা খাতুন, অফিসার ইনচার্জ ইয়াসিন ফারুক মজুমদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া, রায়পুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইয়েদ জুটন, প্রেসক্লাব লক্ষ্মীপুর’র সাবেক সাধারণ সম্পাদক আ. মালেক, বিটিভি জেলা প্রতিনিধি জহির উদ্দীন, জহিরুল ইসলাম শিবলু, ইমরান হোসেন প্রমুখ।
নবনির্বাচিত সম্পাদক এম আর সুমন বলেন, সাংবাদিকতার মান উন্নয়ন, প্রেসক্লাবের স্থায়ী ভবন নির্মাণসহ পরিকল্পিত উন্নয়নে আমরা সবাইকে নিয়ে কাজ করে যাবো।
জাহাঙ্গীর/ফয়সাল