ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

শীতে দুর্ভোগ বেড়েছে মাদারীপুরের চরাঞ্চলের মানুষের 

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৮, ১৬ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৯:২১, ১৬ জানুয়ারি ২০২৪
শীতে দুর্ভোগ বেড়েছে মাদারীপুরের চরাঞ্চলের মানুষের 

শীত থেকে বাঁচতে সড়কের পাশে খড়ে আগুন দিয়ে তাপ পোহাচ্ছে এক শিশু

সূর্যের দেখা না পাওয়া, ঘন কুয়াশা এবং উত্তরের বাতাসে শীতের প্রকোপ বেড়েছে মাদারীপুরে। এর ফলে জেলার বিভিন্ন উপজেলার চরাঞ্চলে বসবাসকারী মানুষদের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। শীত থেকে বাঁচতে অনেক এলাকায় মানুষদের আগুন জ্বালিয়ে তাপ পোহাতে দেখা গেছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে মাদারীপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। 

খোঁজ নিয়ে জানা গেছে, পদ্মা ও আড়িয়াল খাঁ নদ বেষ্টিত চরাঞ্চলসহ নদী তীরবর্তী এলাকার মানুষদের শীতে দুর্ভোগ বেড়েছে সবচেয়ে বেশি। এসব এলাকার কৃষক ও জেলেদের স্বাভাবিক কাজ কর্ম ব্যাহত হচ্ছে। চরাঞ্চলে বসবাসকারী বৃদ্ধ ও শিশুরা ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন। 

আরো পড়ুন:

মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর গ্রামের বাসিন্দা সমেদ খা বলেন, কয়েকদিন ধরে সূর্যের আলো চোখে পড়ে না। ঘন কুয়াশা আর শীতে চরের মানুষ কৃষি কাজে যেতে পারছেন না। গোয়ালে থাকা গবাদি পশু নিয়েও আমরা সমস্যায় রয়েছি। শীত থেকে বাঁচাতে চটের বস্তা দিয়ে গরু-ছাগলের শরীর ঢেকে রাখতে হচ্ছে। পশু ঘরের বাইরে নিলে রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।

মাদারীপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, আগামী ১৮ তারিখে বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টি হলে দিনের তাপমাত্রা বাড়তে পারে। আগামী ১৯ তারিখ তাপমাত্রা আবার কমতে পারে। তবে, সোমবার ২২ তারিখ নাগাদ শৈত্যপ্রবাহ কমতে পারে। এরপর শীতের তীব্রতা কমতে শুরু করবে।

বেলাল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়