ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

বিএনপিকে নির্বাচনের জন্য পাঁচ বছর অপেক্ষা করতে হবে: কামরুল ইসলাম

কেরানীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৪, ১৬ জানুয়ারি ২০২৪  
বিএনপিকে নির্বাচনের জন্য পাঁচ বছর অপেক্ষা করতে হবে: কামরুল ইসলাম

‘নির্বাচনের জন্য পাঁচ বছর অপেক্ষা করতে হবে বিএনপিকে ৷ পাঁচ বছরের আগে নির্বাচনের কোন সুযোগ নেই।’ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, ঢাকা-২ আসনের সংসদ সদস্য, অ্যাডভোকেট কামরুল ইসলাম এমন মন্তব্য করেছেন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ আয়োজিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷

এসময় কামরুল ইসলাম আরও বলেন, বিএনপি নির্বাচনের ট্রেন মিস করেছে৷ তারা এখন নতুন করে আবার নির্বাচন চায়৷ পাঁচ বছর পর আবার নির্বাচন হবে সে পর্যন্ত বিএনপিকে অপেক্ষা করতে হবে৷ বিএনপি এখন দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে৷ বিএনপিকে বলতে চাই দেশে কোন অগ্নিসন্ত্রাসের চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবেলা করা হবে৷

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি, ইউসুফ আলী চৌধুরী সেলিম, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, হাজী হাবিবুর রহমান হাবিব, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আলতাফ হোসেন বিপ্লব, সিনিয়র সহ-সভাপতি শফিউল আযম খান বারকু, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমুখ৷

শিপন/ফয়সাল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়