ঢাকা     বৃহস্পতিবার   ২৭ জুন ২০২৪ ||  আষাঢ় ১৩ ১৪৩১

পরিত্যক্ত অবস্থায় পাঁচ কোটি টাকার হেরোইন উদ্ধার

রাজশাহী প্রতিনিধি: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৯, ১৭ জানুয়ারি ২০২৪  
পরিত্যক্ত অবস্থায় পাঁচ কোটি টাকার হেরোইন উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় পাঁচ কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার দুপুরে র‌্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।

বুধবার (১৭ জানুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, গোদাগাড়ীর বড়গাছি গ্রামে সড়কের পাশে হেরোইন পড়ে থাকার খবরে র‌্যাব সদস্যরা অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় পাঁচ কেজি হেরোইন পাওয়া যায়।

এ ব্যাপারে গোদাগাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। হেরোইনগুলো থানায় জমা দেওয়া হয়েছে।

/কেয়া/স্বরলিপি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়