ঢাকা     বুধবার   ২৫ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১০ ১৪৩১

৯ দিন পর সূর্যের উঁকি 

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৫, ১৭ জানুয়ারি ২০২৪  
৯ দিন পর সূর্যের উঁকি 

নীলফামারীতে ৯ দিন পর দেখা দিয়েছে সূর্যের আলো। বুধবার (১৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে সূর্যের আলো ছড়িয়ে পড়ে নীলফামারীর আকাশে। তবে, তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। কয়েক মিনিট পরই কুয়াশায় মিলিয়ে যায় আলো। এভাবেই বিকেল ৩টা পর্যন্ত সূর্যের আলো ও কুয়াশার লুকোচুরি খেলা চলছিল। আজ সৈয়দপুর আবহাওয়া অফিস নীলফামারী জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। 

তীব্র শীত, ঘন কুয়াশা ও ঝিরিঝিরি শিশির বিন্দু পড়ায় পৌষের শেষ কয়েকদিন নীলফামারীতে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে বিভিন্ন যানবাহন। সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ উঠানামা ব্যাহত হয়েছে। কাজের সন্ধানে বের হয়েও শ্রমজীবী নিম্নআয়ের মানুষের কাজ জোটেনি। এমনকি, গরম কাপড়ের অভাবে খুবই কষ্টে দিন অতিবাহিত করেছেন ছিন্নমূল ও দরিদ্র মানুষরা। 

আশিকুর রহমান নামে ডোমারের এক দোকানদার বলেন, ৯ দিন পর আজ কয়েক মিনিটের জন্য সূর্যের আলো দেখেছি। ঘন কুয়াশায় আবারও সূর্য ঢেকে গেছে। আজ ঠান্ডা অন্যদিনের তুলনায় অনেকটাই কম।

আরো পড়ুন:

ময়নুল ইসলাম নামে এক রিকশা চালক বলেন, আজ সূর্য উঠায় মানুষজন বাড়ি থেকে অন্যান্য দিনের তুলনায় বেশি বের হচ্ছেন। আজ ভাড়াও ভালো পেয়েছি। 

সাবিনা বেগম নামে এক গৃহিণী বলেন, সূর্যের দেখা মেলায় আজ ময়লা কিছু কাপড় ধুয়ে দিয়েছি। কিছুক্ষণ পর দেখি সূর্যের আলো আর নেই। এখন কাপড়গুলো শুকানো নিয়ে চিন্তায় রয়েছি।

সিথুন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়