ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

সুনামগঞ্জে দগ্ধ নারীর লাশ উদ্ধার, পুলিশের ধারণা হত্যা

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৩, ১৭ জানুয়ারি ২০২৪  
সুনামগঞ্জে দগ্ধ নারীর লাশ উদ্ধার, পুলিশের ধারণা হত্যা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার একটি ধান খেতের পাশ থেকে ৪০ বছর বয়সী আগুনে পোড়া এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে পৌর শহরের ইকড়ছই গ্রাম থেকে লাশটি উদ্ধার হয়।  

পুলিশ সূত্রে জানা গেছে, ইকড়ছই জামিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার পেছনের ধান খেতে নাম না জানা এক নারীর অর্ধপোড়া লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশটি উদ্ধার করে। 

সুনামগঞ্জের অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার মো. আবু সাঈদ বলেন, আগুনে পোড়া একটি লাশ পাওয়া গেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত পে‌য়ে‌ছি। আলাম‌তের প্রেক্ষি‌তে আমরা ধারণা করছি ওই নারীকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ড ধরেই আমরা তদন্ত শুরু করবো। আসল ঘটনা কি তদন্তের পর তা জানা যাবে।

আরো পড়ুন:

তিনি আরও বলেন, এখন পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করতে পারিনি। পিবিআই ও সিআইডিকে খবর দেওয়া হয়েছে। তারা এসে তাদের পদ্ধতি ও টেকনোলজির মাধ্যমে পরিচয় বের করবেন। 

মনোয়ার/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়