ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

ডুবে যাওয়া ফেরি থেকে প্রথম ট্রাক উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৯, ১৭ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৬:১৫, ১৭ জানুয়ারি ২০২৪
ডুবে যাওয়া ফেরি থেকে প্রথম ট্রাক উদ্ধার

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ‘রজনীগন্ধা’ ফেরি থেকে প্রথম ট্রাক উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী জাহাজ হামজা ট্রাকটি উদ্ধার করে।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে ট্রাকটি উদ্ধারের ঘটনা নিশ্চিত করেন নৌ পুলিশের ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিক।

এর আগে, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটের কাছে নোঙর করা অবস্থায় ৯টি ট্রাক নিয়ে ডুবে যায় রজনীগন্ধা। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

২০ জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন ফেরির সহকারী মাষ্টার। ফেরি ডুবে যাওয়ার ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ঘটনাস্থলে এসেছে উদ্ধারকারী জাহাজ হামজা। নারায়ণগঞ্জ থেকে পাটুরিয়ার উদ্দেশে রওয়ানা হয়েছে অপর উদ্ধারকারী জাহাজ রুস্তম। সেটি ঘটনাস্থলে এলে শুরু হবে মূল উদ্ধারকাজ।

এর আগে, ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে রাত দেড়টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। 

চন্দন/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়