ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

আর্মি ও সিভিলিয়ন মিলিতভাবে পরিচালনা করবে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৯, ১৭ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৬:৪৯, ১৭ জানুয়ারি ২০২৪
আর্মি ও সিভিলিয়ন মিলিতভাবে পরিচালনা করবে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, ‘আমাদের সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে রূপপুর বিদ্যুৎকেন্দ্র। কেন্দ্রটির কাজ প্রায় শেষের পথে। আর্মি ও সিভিলিয়ান এই দুটো মিলিতভাবে কেন্দ্রটি পরিচালিত হবে।’

বুধবার (১৭ জানুয়ারি) দপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।

ইয়াফেস ওসমান বলেন, এই কেন্দ্রটি বঙ্গবন্ধু চালু করতে চেয়েছিলেন। বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ আরো আগেই উন্নত বিশ্বের দরবারে পৌঁছে যেতো। রূপপুর বিদ্যুৎকেন্দ্র চালু হলে বাংলাদেশ বিশ্বের ৩৩ তম দেশ হবে।

আরো পড়ুন:

এর আগে, দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রী। এসময় তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এ সময় এনএসপিসি’র প্রধান সমন্বয়ক বিগ্রেডিয়ার জেনারেল ইরফানুল ইসলাম খান, গোপালগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুল কবির চন্দন উপস্থিত ছিলেন।

বাদল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়