ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

চাঁদাবাজির প্রতিবাদ

রাজশাহী বিভাগের বাস রংপুর বিভাগে চলাচল বন্ধ 

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৫, ১৮ জানুয়ারি ২০২৪   আপডেট: ০৯:০৯, ১৮ জানুয়ারি ২০২৪
রাজশাহী বিভাগের বাস রংপুর বিভাগে চলাচল বন্ধ 

গাইবান্ধার পলাশবাড়ীতে বাস আটকে চাঁদাবাজি করার প্রতিবাদে আজ (বৃহস্পতিবার) সকাল থেকে রাজশাহী বিভাগের সকল বাস রংপুর বিভাগে চলাচল বন্ধ থাকবে। কোনো সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ থাকবে। 

বুধবার (১৭ জানুয়ারি) রাতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।

তিনি বলেন, ইদানিং গাইবান্ধার পলাশবাড়ীতে স্থানীয় মালিক সমিতির নামে কুড়িগ্রাম থেকে আসা বাস চলাচলে বাধা দিয়ে চাঁদাবাজি করা হচ্ছে। এর প্রতিবাদে কুড়িগ্রাম, রংপুরের সাথে একাত্মতা জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্তে আমরা অটল থাকব৷ 

এনাম/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়