ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

তীব্র শীতের মধ্যে মাগুরায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১০, ১৮ জানুয়ারি ২০২৪   আপডেট: ১১:১০, ১৮ জানুয়ারি ২০২৪
তীব্র শীতের মধ্যে মাগুরায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

তীব্র শীত ও ঘন কুয়াশার মধ্যে মাগুরায় বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। সঙ্গে উত্তরের হিমেল বাতাস শীতের তীব্রতা আরো বাড়িয়ে দিয়েছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন।

আবহাওয়া অফিসের সূত্রমতে, গত চার দিন ধরে সূর্যের দেখা নেই মাগুরায়। সন্ধ্যার পর থেকে দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টির মতো ঝরে কুয়াশা। আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।

দিনমজুর ইমদাদ মিয়া বলেন, শীতে তেমন কাজ পাওয়া যায় না। সকাল থেকে কাজের আসায় বসে আছি, এখন পর্যন্ত পাইনি। তীব্র শীতের সঙ্গে আজ আবার যুক্ত হয়েছে বৃষ্টি। ফলে শীত বেশি অনুভূত হচ্ছে।

জেলা কষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক সুফি মো. রফিকুজ্জামান বলেন, অতিরিক্ত কুয়াশায় আলু ও সরিষা লেটব্লাইট রোগে আক্রান্ত হতে পারে। তবে বৃষ্টিতে বোরো ধান ও পেঁয়াজের উপকার হবে। 

জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, প্রশাসনের পক্ষ থেকে শীতার্তদের তালিকা করে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

শাহীন/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়