ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

ফেরি ডুবি, পৌঁছায়নি উদ্ধারকারী জাহাজ প্রত্যয়

মানিকগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৩, ১৮ জানুয়ারি ২০২৪   আপডেট: ১১:৩৩, ১৮ জানুয়ারি ২০২৪
ফেরি ডুবি, পৌঁছায়নি উদ্ধারকারী জাহাজ প্রত্যয়

মানিকগঞ্জে শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি উদ্ধারে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় আজও ঘটনাস্থলে পৌঁছায়নি। 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা সোয়া ১১ টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধার উদ্ধার কাজ এখনো শুরু হয়নি। উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ঘটনাস্থলে এলে ফেরির উদ্ধার কাজ শুরু হবে। এদিকে উদ্ধারকারী জাহাজ হামজা গতকাল ঘটনাস্থল থেকে দুটি কাভার্ডভ্যান উদ্ধার করেছে। আজ এখনো উদ্ধার কাজ শুরু করেনি হামজা। হামজা দিয়ে শুধুমাত্র যানবাহনগুলো উদ্ধার করা হবে। 

আরো পড়ুন:

এদিকে নিখোঁজ ফেরির সহাকারী মাস্টার হুমায়ূন কবিরের সন্ধান এখনো পাওয়া যায়নি।

চন্দন/টিপু

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়