ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

দিনাজপুরে ৮ ডিগ্রি তাপমাত্রা, বন্ধ হয়নি শিক্ষাপ্রতিষ্ঠান 

দিনাজপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৪, ১৮ জানুয়ারি ২০২৪   আপডেট: ১১:৫৮, ১৮ জানুয়ারি ২০২৪
দিনাজপুরে ৮ ডিগ্রি তাপমাত্রা, বন্ধ হয়নি শিক্ষাপ্রতিষ্ঠান 

দিনাজপুরে তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হলেও বন্ধ হয়নি শিক্ষা প্রতিষ্ঠান। জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকার পরও কোন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেননি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ৯ টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। 

দিনাজপুর জেলা আবহাওয়া অফিস ইনচার্জ আসাদুজ্জামান জানান, আজ বৃহস্পতিবার সকাল ৬ টা ও সকাল ৯ টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৪ শতাংশ। 

এদিকে দিনাজপুর মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম রাইজিংবিডিকে জানান, সকাল ৯ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও সকাল ১০টায় ১০ ডিগ্রি প্লাস হবে। যার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের প্রয়োজন হবে না। ১০ ডিগ্রি তাপমাত্রা থাকলেও শিক্ষার্থীরা স্কুল কলেজ করতে পারবে বলে জানান তিনি।

মোসলেম/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়