ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

ঝালকাঠিতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি 

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ১৮ জানুয়ারি ২০২৪  
ঝালকাঠিতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি 

মাঘের কনকনে শীতের মধ্যে ঝালকাঠিতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে শীতের তীব্রতা আরও বেড়েছে। তীব্র শীত আর বৃষ্টিতে স্থবিরতা নেমে এসেছে জনজীবনে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে বৃষ্টি শুরু হয়।

আকাশ মেঘাছন্ন হওয়ায় সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। গত কয়েকদিন ধরেই তীব্র শীত পড়ছে এ জেলায়। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল মানুষের। তীব্র শীত আর ঘন কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খুব বেশি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না।

আরো পড়ুন:

রিকশাচালক সোহরফ হোসেন বলেন, তীব্র শীতের মধ্যে আবার বৃষ্টি শুরু হয়েছে। এতে ঘর থেকে কেউ বের হচ্ছে না। আমাদের ভোগান্তি বেড়েছে। যাত্রী না থাকায় আয় তেমন হচ্ছে না। জিনিসপত্রের যে দাম, এই অবস্থায় সংসার চালানো কষ্ট হয়ে যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় আজ বৃষ্টি হচ্ছে। আগামীকালও কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বরিশালে ২২.২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ভোলায় ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। 

অলোক সাহা/ইভা

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়