ঢাকা     বুধবার   ২৫ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১০ ১৪৩১

তাপমাত্রা ৮.৭ ডিগ্রি : শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা জানেন না প্রধান শিক্ষকেরা

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৪, ১৮ জানুয়ারি ২০২৪   আপডেট: ১২:৫৬, ১৮ জানুয়ারি ২০২৪
তাপমাত্রা ৮.৭ ডিগ্রি : শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা জানেন না প্রধান শিক্ষকেরা

তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিল শিক্ষা বিভাগ। তবে, পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাস চলতে দেখা গেছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখা যায়, শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ক্লাস রুম, চলছে পাঠদান। প্রতিষ্ঠান প্রধানদের দাবি, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কোনো নির্দেশনা তারা পাননি।

আরো পড়ুন:

নাম প্রকাশে অনিচ্ছুক সদর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক বলেন, এই নির্দেশনা বাস্তবায়ন কঠিন হবে। সকালের দিকে তাপমাত্রার সঠিক খবর পাওয়া যায়। এরপর প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা আসতে আসতে ক্লাসের সময় হয়ে যায়। ততক্ষণে শিক্ষার্থীরাও চলে আসে।

তিনি আরও বলেন, এই স্বল্প সময়ের মধ্যে শিক্ষার্থীদের কাছে ম্যাসেজ পাঠানো সহজ বিষয় না। আজ প্রতিষ্ঠান বন্ধ দেওয়ার কোনো নির্দেশনা এখন পর্যন্ত পাইনি।

বেলা সাড়ে ১১টার দিকে পঞ্চগড় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলামের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তিনি বলেন, আমরা একটু আগে প্রতিষ্ঠান প্রধানদের জানিয়ে দিছি, প্রতিষ্ঠান ছুটি দেওয়ার জন্য।

জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল মালেক বলেন, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসা সাপেক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে, গত ১৬ জানুয়ারি চলমান শৈত্যপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সেখানে উল্লেখ করা হয়, চলমান শৈত্যপ্রবাহে কোনো জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হবে।

নাঈম/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়