ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

ফেরিডুবি: উদ্ধারকাজে যোগ দিয়েছে রুস্তম

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৭, ১৮ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৩:০৩, ১৮ জানুয়ারি ২০২৪
ফেরিডুবি: উদ্ধারকাজে যোগ দিয়েছে রুস্তম

মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা থেকে যানবাহন উদ্ধারে যোগ দিয়েছে উদ্ধারকারী জাহাজ রুস্তম। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে ঘটনাস্থলে আসে রুস্তম।

সরেজমিনে ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম ফেরির সঙ্গে ডুবে যাওয়া যানবাহনগুলো উদ্ধারে প্রস্তুতি শুরু করেছে। ফলে ৫ নম্বর ঘাট দিয়ে যানবাহন পারাপার বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

তিনি বলেন, ঘন কুয়াশায় বৃহস্পতিবার রাত দেড়টা থেকে সকাল পৌনে ৮টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। তবে, কুয়াশা কেটে যাওয়ার পরে দ্রুত যানবাহনগুলো পার করা হয়েছে।

চন্দন/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়