ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

ডুবে যাওয়া ফেরির নিখোঁজ মাস্টারের খোঁজে ডুবুরি দল

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৭, ১৮ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৩:১৯, ১৮ জানুয়ারি ২০২৪
ডুবে যাওয়া ফেরির নিখোঁজ মাস্টারের খোঁজে ডুবুরি দল

মানিকগঞ্জে পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধার সহকারী ইঞ্জিন মাস্টারের খোঁজে ডুবুরি দল অভিযান পরিচালনা করছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নৌবাহিনীর লেফটেন্যান্ট (ডুবুরি কর্মকর্তা) শাহ পরান অনিক বিষয়টি নিশ্চিত করেছেন।

পিটি অফিসার (ডুবুরি দল) মো. সাইফুল ইসলাম বলেন, নৌবাহিনীর ১১ জন সদস্য ফেরির মাস্টার হুমায়ুন কবিরের সন্ধানে কাজ করছে। পানির নিচে ডুবে থাকা ফেরির ভেতরে খোঁজ করা হচ্ছে। এছাড়া, নদীর বিভিন্ন পয়েন্টেও খোঁজা হচ্ছে।

আরো পড়ুন:

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো খালেদ নেওয়াজ বলেন, সবাইকে নিরাপদে বের করলেও ফেরির সহকারী মাস্টার আর বের হতে পারেননি। তার খোঁজে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল কাজ করছে।

চন্দন/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়