ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

কুষ্টিয়ায় কিশোরকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৭, ১৮ জানুয়ারি ২০২৪  
কুষ্টিয়ায় কিশোরকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

কুষ্টিয়ার কুমারখালীতে পূর্ব শত্রুতার জেরে মিজানুর রহমানকে (১৩) কাপড় দিয়ে হাত-পা ও মুখ বেধে হত্যার দায়ে জাফর (৩১) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ার বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় দেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি জাফর ওরফে কালু কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মালিয়াট গ্রামের আব্দুর রহিমের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর পরই দণ্ডপ্রাপ্ত আসামিকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়েছে। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১১ সালের ২৯ আগস্ট সকালে বাইসাইকেল নিয়ে প্রতিদিনের মতো বাড়ি থেকে কুমারখালীতে বুলবুল টেক্সটাইলের মিলে কাজে যায় মিজানুর রহমান। সেদিন বিকেল ৩টার দিকে কোম্পানি থেকে কাজের বিল উত্তোলন করেন। এরপর আসামি পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে তেবাড়িয়া থেকে মিজানুরকে সাথে করে নিয়ে যায়। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি।

পূর্ব শত্রুতার জেরে সেদিন বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টার মধ্যে যেকোনো সময়ে দুর্গাপুর গ্রামে মোমিনের পুকুরের পিছনে নির্জন জায়গায় নিয়ে গিয়ে কাপড় দিয়ে হাত-পা ও মুখ বেঁধে তাকে হত্যা করে। পরে ৩ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে স্থানীয়রা মিজানুরের গলিত মরদেহ দেখতে পান।

খোঁজ পেয়ে কুমারখালী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। সেদিন নিহতের বাবা তালেব আলী বাদী হয়ে কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে মামলার তদন্ত শেষে আসামি জাফরের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা এসআই জহিরুল হক। এরপর আদালত এ মামলায় সাক্ষ্য নেওয়া শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন। সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় দেন।

এ বিষয়ে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অনুপ কুমার নন্দী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

কাঞ্চন/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়