ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

রাইজিংবিডিতে সংবাদ: সরানো হচ্ছে সেই পুকুরের মাটি

মাইনুদ্দীন রুবেল, ব্রাহ্মণবাড়িয়া || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৪, ১৮ জানুয়ারি ২০২৪  
রাইজিংবিডিতে সংবাদ: সরানো হচ্ছে সেই পুকুরের মাটি

অর্ধশত বছরের পুরনো পুকুর ভরাট, প্রশাসন নীরব’— এই শিরোনামে ১৭ জানুয়ারি রাইজিংবিডি ডটকম-এ সংবাদ প্রকাশ হয়। এ খবর দৃষ্টিগোচর হলে পুকুর থেকে মাটি সরিয়ে ফেলার নির্দেশ দেয় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা প্রশাসন। 

বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসন থেকে এমন নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদি হাসান খান বলেন, পুকুরে যে পরিমাণ মাটি ফেলা হয়েছে, মালিককে ডেকে আগামীকালের মধ্যে সব সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে অভিযোগে উঠে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পরিবেশ আইন লঙ্ঘন করে বিপণী-বিতান নির্মাণ করতে পুকুর ভরাট করছেন স্থানীয় প্রভাবশালীরা। কয়েকদিন ধরে ট্রাক্টরে করে মাটি ফেলে ভরাট কাজ চললেও উপজেলা প্রশাসন নীরব ভূমিকায় রয়েছে। 

ঢাকা/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়