ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

পাটুরিয়ায় ফেরি উদ্ধারে ‘প্রত্যয়’

মানিকগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০১, ১৯ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৬:৩৭, ১৯ জানুয়ারি ২০২৪
পাটুরিয়ায় ফেরি উদ্ধারে ‘প্রত্যয়’

মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নম্বর ঘাট এলাকায় ডুবে যাওয়া ফেরি ‘রজনীগন্ধা’ উদ্ধারে যোগ দিয়েছে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’। শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে উদ্ধারকারী জাহাজটি ঘটনাস্থলে পৌঁছায়। 

শুক্রবার সরেজমিনে ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, উদ্ধারকারী জাহাজটি ডুবে যাওয়া ফেরি ‘রজনীগন্ধা’ উদ্ধারে প্রস্তুতি শুরু করেছে। তবে, উদ্ধার অভিযান এখনো শুরু হয়নি। বেলা ১১টার দিকে আরেক উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ডুবে যাওয়া ফেরিতে থাকা যানবাহন উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু, বেলা সাড়ে ৩টা পর্যন্ত কোনো যানবাহন উদ্ধার করা সম্ভব হয়নি। 

এদিকে, আরেক উদ্ধারকারী জাহাজ ‘রুস্তম’ ৫ নম্বর ঘাট এলাকায় নোঙর করে রাখা হয়েছে। ঘাট এলাকায় ডুবুরি দল অভিযান চালালেও নিখোঁজ হুমায়ুন কবিরের সন্ধান মেলেনি। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বলেছেন, ডুবে যাওয়া ফেরি উদ্ধারে কাজ শুরু করেছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। ডুবুরি দলও কাজ করছে। 

চন্দন/রফিক 


সর্বশেষ

পাঠকপ্রিয়