ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

আগামী দুই দিনে উদ্ধার হতে পারে ডুবে যাওয়া ফেরি 

মানিকগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৩, ১৯ জানুয়ারি ২০২৪   আপডেট: ২০:৪৭, ১৯ জানুয়ারি ২০২৪
আগামী দুই দিনে উদ্ধার হতে পারে ডুবে যাওয়া ফেরি 

মানিকগঞ্জর পাটুরিয়ায় তিন দিনেও উদ্ধার হয়নি ডু্বে যাওয়া ফেরি রজনীগন্ধা। তবে, আগামী দুই দিনে ফেরিটি উদ্ধার করা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের ( বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা। 

শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় তিনি রাইজিংবিডিকে বলেছেন, গত দুই দিনে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম তিনটি ট্রাক উদ্ধার করেছে। উদ্ধারকাজের তৃতীয় দিনে প্রত্যয় নামের আরেক উদ্ধারকারী জাহাজ যোগ দিয়েছে। শুক্রবার দুপুর থেকে এয়ার লিফটিং ব্যাগ স্থাপনের প্রক্রিয়া চলছে। সন্ধ্যা পর্যন্ত ১০টি ব্যাগ বসানো হয়েছে। আগামীকাল শনিবার উদ্ধার অভিযানে ব্যাগগুলো টেকনিক্যালি ব্যবহারের মাধ্যমে ফেরিটি ভাসানোর চেষ্টা করা হবে। যদি কোনো কারণে সম্ভব না হয়, অন্য প্রক্রিয়া অনুসরণ করা হবে। এছাড়া, প্রত্যয়কে হামজা ও রুস্তম সহায়তা করবে। এছাড়া, ঝিনাই-১ নামের জাহাজ এসে সহায়তা করবে। 

তিনি আরও বলেন, প্রতিটি কাজই চ্যালেঞ্জিং। নদীতে স্রোত ও বালু আছে। তারপরও সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। আশা করছি, আগামী দুই দিনে ফেরিটি উদ্ধার করা সম্ভব হবে। 

চন্দন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়