সিলেটে প্রাইভেটকার খাদে পড়ে ছাত্রলীগের ৪ কর্মী নিহত
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সিলেটের জৈন্তাপুরে প্রাইভেটকার খাদে পড়ে ছাত্রলীগের ৪ কর্মী নিহত হয়েছেন। শনিবার (২০ জানুয়ারি) রাত ১টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার পানিহারা হাটির আরছ মিয়ার ছেলে তমাল, একই উপজেলার নিজপাট ইউনিয়নের রনদ্বীপ পালের ছেলে নেহাল, কমলাবাড়ি এলাকার জামাল উদ্দিনের ছেলে যুবায়ের ও হারুন উর রশিদের ছেলে আলী হোসেন সুমন।
জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল আহমদ বলেন, নিহত চারজনই জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। তারা প্রাইভেটকারে ব্যবসার কাজে তামাবিল স্থলবন্দরে যাচ্ছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর বাংলাবাজার ব্রিজের পাশে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নূর/ইভা