ঢাকা     মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৯ ১৪৩১

কাপ্তাই লেকে বড়শি দিয়ে মাছ শিকার করতে এসে ডুবে মৃত্যু 

রাঙামাটি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৪, ২০ জানুয়ারি ২০২৪   আপডেট: ০৯:৪৫, ২০ জানুয়ারি ২০২৪
কাপ্তাই লেকে বড়শি দিয়ে মাছ শিকার করতে এসে ডুবে মৃত্যু 

রাঙামাটির কাপ্তাই হ্রদে বড়শি দিয়ে মাছ ধরতে এসে বাপ্পি (৩২) নামে এক সৌখিন মৎস্য শিকারির মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম মহানগর চকবাজার পাঁচলাইশ এলাকার বাপ্পি শুক্রবার (১৯ জানুয়ারি) ছুটির দিনে বেলা ১১ টার দিকে কাপ্তাই ইউনিয়নের জেটিঘাট ফিশারি ঘাট এলাকা সংলগ্ন কাপ্তাই লেকে বড়শি দিয়ে মাছ শিকার করতে আসেন।
দুপুর ২ টার দিকে তিনি মাছ শিকার করতে গিয়ে হঠাৎ কাপ্তাই লেকের পানিতে পড়ে ডুবে যান বলে জানিয়েছেন কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ। 

চেয়ারম্যান জানান, এলাকার লোকজন বিষয়টি আমাকে অবহিত করলে আমি পুলিশ, ফায়ার সার্ভিস এবং নৌ  ডুবুরীরি দলকে খবর দেই। পরে বেলা সাড়ে ৩ টার পর কাপ্তাই নৌবাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেম এর লেঃ কমান্ডার সাফর উদ্দিন বিশ্বাসের নেতৃত্বে ১০ সদস্যের নৌ ডুবুরি দল এসে উদ্ধার কাজে অংশ নেন। পরে   ৩টা ৫৪ মিনিটে হ্রদ থেকে বাপ্পির মৃতদেহ উদ্ধার করেন।

এসময় কাপ্তাই ফায়ার সার্ভিস, থানা পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীরা উদ্ধার কাজে সহায়তা করেন।

কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিস্তারিত খোঁজখবর নিয়ে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। 

বিজয়/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়