ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

ফেরিডুবি: চতুর্থ দিনের উদ্ধার অভিযান শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪২, ২০ জানুয়ারি ২০২৪   আপডেট: ১১:৪৪, ২০ জানুয়ারি ২০২৪
ফেরিডুবি: চতুর্থ দিনের উদ্ধার অভিযান শুরু

মানিকগঞ্জে পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি উদ্ধারে চতুর্থ দিনের অভিযান শুরু হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে এই অভিযান শুরু হয়।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ফেরি উদ্ধারে প্রত্যয় নামের উদ্ধারকারী জাহাজ সকাল থেকে কাজ শুরু করেছে। ফেরিটি পানির নিচে উল্টো হয়ে থাকায় যানবাহনগুলো আটকা পড়েছে।

‘ফেরিটি ভাসানোর পর যানবাহন ও ফেরি উদ্ধারের পরবর্তী প্রক্রিয়া শুরু হবে। উদ্ধার অভিযানের প্রথম দিনে উদ্ধারকারী জাহাজ হামজা দুটি ও দ্বিতীয় দিনে উদ্ধারকারী জাহাজ রুস্তম একটি ট্রাক উদ্ধার করতে সক্ষম হয়।’ যোগ করেন তিনি।

আরো পড়ুন:

খালেদ নেওয়াজ আরও বলেন, নিখোঁজ ফেরির সহকারী মাস্টারের খোঁজ এখনো মেলেনি। তাকে উদ্ধারে ডুবুরি দলের সদস্যরা কার্যক্রম অব্যাহত রেখেছে।

চন্দন/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়