ঢাকা     মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৯ ১৪৩১

মাহফিল চলাকালে তাহেরীর গাড়ি ভাঙচুর

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৪, ২০ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৬:৫৭, ২০ জানুয়ারি ২০২৪
মাহফিল চলাকালে তাহেরীর গাড়ি ভাঙচুর

ফাইল ফটো

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ওয়াজ মাহফিল চলাকালে ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর ব্যক্তিগত গাড়ি দুর্বৃত্তরা ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে উপজেলার গঙ্গামণ্ডল এলাকায় এ ঘটনা ঘটে। পরে এক ফেসবুক লাইভে তাহেরী নিজেই এ ঘটনার বর্ণনা দেন।

ফেসবুক লাইভে তাহেরী বলেন, ২৩ বার আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে। তবে কখনোই এ বিষয়ে আমি লাইভে আসিনি। কিন্তু এবার আসতে বাধ্য হয়েছি। কারণ আমার পরের মাহফিলটি ছিল পাবনায়। আমি যাতে পাবনা যেতে না পারি সেজন্য আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে।

তিনি আফসোস করে বলেন, তারা (দুর্বৃত্তরা) যদি আমার গাড়ির গ্লাসগুলো ভেঙে দিতো দুঃখ হতো না, কিন্তু তারা গাড়ির হেডলাইট ভাঙচুর করে ভেতরের বাল্বগুলো খুলে নিয়ে গেছে। আমি যেন রাতের আঁধারে পাবনা যেতে না পারি তাই তারা এ কাজ করেছে।

দুর্বৃত্তদের উদ্দেশে তাহেরী বলেন, যুগে যুগে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আলেম ওলামারা লাঞ্ছিত হয়েছেন। এটা নতুন কোনো ঘটনা নয়। যারা এ কাজ করেছে আমি আল্লাহ’র কাছে তাদের হেদায়েতের জন্য দোয়া করি। হে আল্লাহ তুমি তাদের হেদায়েত দাও, যদি হেদায়েত না দাও তবে তাদের ধ্বংস করে দাও।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আতিকুল্লাহ বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত আমাদের কেউ কিছু জানায়নি। বিষয়টি এখনই শুনলাম। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রুবেল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়