ঢাকা     মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৯ ১৪৩১

পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে ২ নারীর মৃত্যু, আহত ১০

বান্দরবান প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৯, ২০ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৭:২৮, ২০ জানুয়ারি ২০২৪
পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে ২ নারীর মৃত্যু, আহত ১০

বান্দরবানের রুমা কেওক্রাডং থেকে ফেরার সময় পর্যটকবাহী বি-৭০ জিপ গাড়ি (চাঁদের গাড়ি) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ নারী পর্যটক নিহত হয়েছে। এ সময় আরও ১০ জন আহত হয়েছেন।

দুর্ঘটনা কবলিত এলাকায় নেটওয়ার্ক না থাকায় তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।

শনিবার(২০ জানুয়ারি) সকালে কেওক্রাডং থেকে ফেরার সময় বেলা সাড়ে ১১ টায় রুমসংপাড়া ও দার্জিলিং পাড়ার মাঝামাঝি পাহাড়ে এ দুর্ঘটনা ঘটে ।

বান্দররবান জিপ-মাইক্রোবাস মালিক সমিতির লাইনম্যান ফখরুল ইসলাম জানান, শুক্রবার জেলার বাইরে থেকে আসা ৪৫ জনের একটি দল বান্দরবান জিপ-মাইক্রোবাস স্টেশন থেকে ৫টি গাড়ি নিয়ে কেওক্রাডং ভ্রমণে যায়। ফেরার পথে আজ (শনিবার) রুমা-কেওক্রাডং সড়কের রুমসংপাড়া ও দার্জিলিং পাড়ার মাঝামাঝি এলাকায় গেলে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে দুইজন নিহত ও দশজন গুরুতর আহত হন। এই ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তেও পারে বলে জানান তিনি।

স্থানীয়রা জানান, দূর্ঘটনায় নিহত দুইজন নারী পর্যটক। তারা মাগুরা জেলার বাসিন্দা বলে জানা গেছে। আহত ১০ জনের মধ্যে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সে করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হচ্ছে বলে জানান তারা।  

বান্দরবান রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহাবুবুল হক জানান, দুর্ঘটনায় দুইজন নারী পর্যটক নিহত হয়েছে, দুর্ঘটনা কবলিত পর্যটকদের উদ্ধারে কাজ চলমান রয়েছে। আহত বা নিহতের পরিচয় পরে জানা যাবে।

চাই মং/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়