ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

একদিনে তাপমাত্রা কমেছে ৪ ডিগ্রি সেলসিয়াস

রাজশাহী প্রতিনিধি: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২০, ২০ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৪:৪০, ২০ জানুয়ারি ২০২৪
একদিনে তাপমাত্রা কমেছে ৪ ডিগ্রি সেলসিয়াস

রাজশাহীতে হিমেল হাওয়ার সঙ্গে জেঁকে বসেছে শীত। একদিনে তাপমাত্রা কমেছে ৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকালে উত্তরের এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার সকাল থেকে ঘন কুয়াশায় মোড়া রয়েছে প্রকৃতি। বইছে হিমেল হাওয়া। ফলে তীব্র শীত অনুভূত হচ্ছে। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন। শহরে কমে গেছে মানুষের চলাচল। বেলা গড়ালেও কুয়াশার কারণে প্রধান প্রধান সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক রাজীব খান জানান, গত ১৩ জানুয়ারি রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এরপর শনিবার সকাল সাড়ে ৭টায় চলতি মৌসুমের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগের দিন শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ২১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আরো পড়ুন:

তিনি আরো জানান, শুক্রবার কুয়াশার মতো গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল। ফলে কুয়াশা কেটে গিয়ে তাপমাত্রা একটু বেড়েছিল। শনিবার আবার ঘন কুয়াশা পড়েছে। তাপমাত্রাও কমে গেছে। পুরো জানুয়ারিজুড়েই এমন আবহাওয়া বিরাজ করতে পারে বলেও জানান তিনি।

/কেয়া/স্বরলিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়