ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

রাজশাহীতে বাসের ধাক্কায় ভ্যানের চালক-যাত্রী নিহত

রাজশাহী প্রতিনিধি: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৪, ২০ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৪:৩৮, ২০ জানুয়ারি ২০২৪
রাজশাহীতে বাসের ধাক্কায় ভ্যানের চালক-যাত্রী নিহত

রাজশাহীর মোহনপুরে বাসের ধাক্কায় ভ্যানের চালক এবং এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন- ভ্যান চালক মো. সিরাজ (৫০) ও ভ্যানের যাত্রী কিশোর আব্দুল্লাহ্ (১২)। আহতরা হলেন নিহত কিশোরের বাবা কুদ্দুস (৪৫) এবং তার বোন নাফিজা (১৫)।
 
নিহতের স্বজনেরা জানান, বাগমারার ভবানীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাস রাজশাহীর দিকে যাচ্ছিল। মোহনপুরের সইপাড়া এলাকায় এসে পৌঁছালে বাসটি একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানের দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন। আহত হয়েছেন আরও দুইজন।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মন্ডল জানান, বাসটির চালক ও সহকারি পালিয়ে গেছে। তবে বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মোহনপুর থানায় একটি মামলা দায়ের হচ্ছে। 

আরো পড়ুন:

/কেয়া/স্বরলিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়