জাপা সংসদে বিরোধীদল থাকতে চায় : জিএম কাদের
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জিএম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘দ্বাদশ সংসদের বিরোধীদল হিসেবে সংসদীয় দলের রেজুলশন স্পিকারের কাছে পাঠানো হয়েছে। আগামী ৩০ তারিখে সংসদ বসার আগে আমরা জানতে পারব, কে বিরোধীদলের নেতা হবেন। তবে আশা করছি, সিদ্ধান্ত আমাদের অনুকূলে হবে।’
শনিবার (২০ জানুয়ারি) বিকেলে তিন দিনের সফরে রংপুরে এসে নিজ বাসভবন স্কাইভিউয়ে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।
গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে দেশের অন্যতম বৃহৎ দল বিএনপি অংশ নেয়নি। আওয়ামী ২২৩টি আসনে জয়ী হয়েছে। আর জাতীয় পার্টি পেয়েছে ১১টি। নিয়ম অনুসারের জাতীয় পার্টি হবে সংসদের বিরোধীদল। তবে ৬৫টি আসনে জয়ী স্বতন্ত্র প্রার্থীরা জোট গঠন করলে তাদেরও বিরোধীদলের ভূমিকা পালনের সুযোগ আছে। এ প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, কারা বিরোধীদলের ভূমিকায় থাকবে।
এ সময় জিএম কাদের বলেন, ‘গতবারও আমরা বিরোধীদলে ছিলাম। সরকারের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা, সুপারি করা, অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে ও জনগণের পক্ষে সংসদে দাবি উত্থাপন করেছিলাম। এবারও চাই, সংসদে বিরোধীদলের ভূমিকায় থাকতে।’
জনপ্রিয়তার কারণে দীর্ঘদিন ধরে জাতীয় পার্টিকে নিয়ে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে জিএম কাদের বলেন, ‘এ নির্বাচনের পর ভুল তথ্য দিয়ে দলের নেতাদের বিভ্রান্ত করা হয়েছে। তারা সবাই বিষয়টি উপলব্ধি করতে পারায় বর্তমানে জাতীয় পার্টিতে ভাঙনের আশঙ্কা নেই।’
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, ভাইস চেয়ারম্যান এসএম ইয়াছির, ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল মামুনসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
আমিরুল/বকুল