ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ঘন কুয়াশায় ট্রাক উল্টে প্রাণ গেলো চালকের

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৩, ২১ জানুয়ারি ২০২৪   আপডেট: ১০:৪০, ২১ জানুয়ারি ২০২৪
ঘন কুয়াশায় ট্রাক উল্টে প্রাণ গেলো চালকের

দিনাজপুরের বিরামপুরে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালকের সহকারীসহ তিনজন আহত হয়েছেন।

শনিবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর ফায়ার স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহত রুবেল হোসেন (৪৪) দিনাজপুর সদর উপজেলার বড়ইল মোল্লাপাড়া এলাকার লতি মঙ্গুল ছেলে।

আহতরা হলেন- চালকের সহকারী শফিকুল ইসলাম (১৮), বিরামপুর উপজেলা পলিখাপুর এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে নুর নবী (২৫) এবং ফজলুল হকের ছেলে মোস্তাফিজুর রহমান (৪৮)।

আরো পড়ুন:

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার বলেন, রাতে মহাসড়কে ধানের তুষ বোঝাই একটি ট্রাক উল্টে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মোসলেম/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়