ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

গাছ কাটা নিয়ে দ্বন্দ্ব, স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ২১ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৪:৪২, ২১ জানুয়ারি ২০২৪
গাছ কাটা নিয়ে দ্বন্দ্ব, স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

ঝালকাঠির নলছিটিতে গাছ কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। রোববার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ইশ্বরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- জহিরুল ইসলাম (৬০) ও তার স্ত্রী মিনারা বেগম (৫০)। অভিযুক্তরা হলেন- একই বাড়ির উজ্জ্বল, আফজাল, কাশেম, মোস্তফা ও বানেছা।

আহতদের ছেলে হিরোন বলেন, সকালে অভিযুক্তরা আমাদের জমির গাছ কাটতে গেলে বাবা তাতে বাধা দেয়। এতে লাঠি দিয়ে বাবাকে মারতে শুরু করে তারা। এ সময় বাবাকে রক্ষায় মা এগিয়ে গেলে কুড়াল দিয়ে কুপিয়ে দুজনকেই জখম করা হয়।

নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। গাছ কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অলোক/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়