ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

ডুবে যাওয়া ফেরি থেকে আরেকটি ট্রাক উদ্ধার 

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ২১ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৬:৪৬, ২১ জানুয়ারি ২০২৪
ডুবে যাওয়া ফেরি থেকে আরেকটি ট্রাক উদ্ধার 

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পদ্মা নদীতে ডুবে যাওয়া ফেরি থেকে আরেকটি ট্রাক উদ্ধার করা হয়েছে। নোঙর করা অবস্থায় পদ্মা নদীতে ডুবে যায় রজনীগন্ধা নামের ইউটিলিটি ফেরি। ডুবে যাওয়া ফেরিতে নয়টি পণ্য বোঝাই ট্রাকের মধ্যে চতুর্থতম ট্রাক উদ্ধার করা হয়েছে।

রোববার (২১ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে (চুয়াডাঙ্গা ঠ, ১১-০৭৮০) ট্রাকটি উদ্ধার করা হয়েছে। মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল হামিদ বলেন, ‘ফায়ার সার্ভিস, নৌবাহিনী, বিআইডব্লিউটিএর ডুবুরি দলের সদস্যরা ফেরি ও যানবাহন উদ্ধার এবং নিখোঁজ হুমায়ুন কবীরকে খুঁজে পেতে সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি। উদ্ধার অভিযানে আরও একটি বড় জাহাজ ঝিনাই-১ আসার কথা রয়েছে। জাহাজটি এলে মূল উদ্ধার কাজে যেতে পারব।’ 

আরো পড়ুন:

গত বুধবার (১৭ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে নোঙর করা অবস্থায় পদ্মা নদীতে নয়টি যানবাহন নিয়ে ডুবে যায় ফেরি রজনীগন্ধা। এ থেকে ২০ জনকে জীবিত উদ্ধার করা হলেও ফেরির সহকারী মাস্টার হুমায়ুন কবীর এখনও নিখোঁজ রয়েছেন। তিন দফায় তিনটি উদ্ধারকারী জাহাজ হামজা, রুস্তম, প্রত্যয় এসেও ফেরি তুলতে পারছে না।

চন্দন/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়