ঢাকা     মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৯ ১৪৩১

দিনাজপুরে বইছে শৈত্যপ্রবাহ

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৩, ২২ জানুয়ারি ২০২৪   আপডেট: ০৯:২৮, ২২ জানুয়ারি ২০২৪
দিনাজপুরে বইছে শৈত্যপ্রবাহ

দিনাজপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। এই শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন থাকতে পারে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, গতকাল একই সময় তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, দিন-রাত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে দিনাজপুর। বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। ফলে দিনের বেলাতেও সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। চলমান শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন থাকতে পারে।

আরো পড়ুন:

মোসলেম/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়