ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

কনকনে শীতে কাঁপছে সাতক্ষীরার মানুষ

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৬, ২২ জানুয়ারি ২০২৪  
কনকনে শীতে কাঁপছে সাতক্ষীরার মানুষ

সাতক্ষীরায় তাপমাত্রা আগের চেয়েও কমেছে। হালকা বাতাস বেড়ে যাওয়ায় কনকনে শীতে কাঁপছে জনজীবন। 

সোমবার (২২ জানুয়ারি) সাতক্ষীরা আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, দুই দিনের ব্যবধানে তাপমাত্রা আরও কমেছে। সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতার পরিমাণ ছিল ৯৪ শতাংশ।   

সাতক্ষীরা সদর উপজেলার রানা হোসেন, আয়ুব আলী ও শফিকুল ইসলামসহ কয়েকজন কৃষক জানালেন, প্রচণ্ড শীতে বাড়ি থেকে বের হতেই পারছেন না। এরপর কাদা পানিতে নেমে বোরো ধান চাষাবাদ করা কঠিন হয়ে পড়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ সুফিয়ান রুস্তম জানান, প্রতিদিনই শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছে শীতজনিত বিভিন্ন রোগে। শীতে শিশুদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। বয়স্কদের ক্ষেত্রেও একই ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে।

তিনি আরও জানান, ঠান্ডা লাগলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

শাহীন/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়