ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

ডুবে যাওয়া ফেরির সহকারী ইঞ্জিন চালকের লাশ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৩, ২২ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৭:৩৭, ২২ জানুয়ারি ২০২৪
ডুবে যাওয়া ফেরির সহকারী ইঞ্জিন চালকের লাশ উদ্ধার

মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধার সহকারী ইঞ্জিন চালক মো. হুমায়ুন কবিরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার (২২ জানুয়ারি) দুপুরের দিকে হরিরামপুর উপজেলার বাহাদুরপুর পদ্মা নদীতে তার মৃতদেহের সন্ধান মেলে। যা ঘটনাস্থল থেকে ১৩ কিলোমিটার দূরে।

মানিকগঞ্জ ফায়ার অ্যান্ড ডিফেন্স উপসহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া আজ বিকেল ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

আব্দুল হামিদ বলেন, বাহাদুরপুর পদ্মা নদীতে হুমায়ুনের মৃতদেহ মিলেছে। তার মৃরদেহ পাঁচ নম্বর ঘাটে নিয়ে আসছে ফায়ার সার্ভিস। 

আরো পড়ুন:

প্রসঙ্গত, গত বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটের কাছে নোঙর করা অবস্থায় ৯টি ট্রাক নিয়ে ডুবে যায় ফেরি রজনীগন্ধা। এ ঘটনায় ২০ জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন ফেরির সহকারী মাস্টার।

চন্দন/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়