ঢাকা     শুক্রবার   ০৫ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২১ ১৪৩১

খুলনায় তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, বন্ধ হলো শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৫, ২৩ জানুয়ারি ২০২৪   আপডেট: ১২:১৮, ২৩ জানুয়ারি ২০২৪
খুলনায় তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, বন্ধ হলো শিক্ষাপ্রতিষ্ঠান

তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কম হওয়ায় খুলনায় সব প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।  

আবহাওয়া স্বাভাবিক (১০ ডিগ্রি) না হওয়া পর্যন্ত খুলনা, যশোর ,মেহেরপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা খুলনা বিভাগীয় পরিচালক মোসলেম উদ্দিন।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) জেলায় ৯.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এরপরই খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম এবং মাধ্যমিক শিক্ষা অফিসার ফারহানা নাজ আলাদা বিজ্ঞপ্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেন। একইসঙ্গে তাপমাত্রা ১০ ডিগ্রির উপরে না ওঠা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ন্যাশনাল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক পরিতোষ কুমার মণ্ডল বলেন, তীব্র শীতে জ্বর-র্সদিতে আক্রান্ত হচ্ছে শিশুরা।

খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ আমিরুল আজাদ বলেন, মঙ্গলবার খুলনায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আকাশে মেঘ এবং বাতাস থাকায় শীত একটু বেশি অনুভূত হচ্ছে। আগামীকালও তাপমাত্রা কিছুটা কমতে পারে।

এদিকে, সকাল থেকে সূর্যের দেখা না পাওয়ায় খুলনা শহরের সড়কগুলোতে মানুষের উপস্থিতি অনেকটাই কম দেখা গেছে। শীতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। হাসপাতালগুলোতেও বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা।

খুলনা/নুরুজ্জামান/ইভা

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়