ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

কুষ্টিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রি, শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ২৩ জানুয়ারি ২০২৪  
কুষ্টিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রি, শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা

কুষ্টিয়া জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তীব্র শীতে জেলার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষ চরম বিপাকে পড়েছেন। এমন পরিস্থিতিতে জেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে আজ ছুটি ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার (২৩ জানুয়ারি) কুষ্টিয়ার কুমারখালী আবহাওয়া অফিসের দায়িত্বশীল কর্মকর্তা মামুনুর রশিদ জানান মঙ্গলবার সকাল সাতটায় এই জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

কুষ্টিয়া জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুন তালুকদার জানান, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। আজ স্থানীয় আবহাওয়া অফিস থেকে তাপমাত্রা ৯ ডিগ্রি হওয়ার খবর পাওয়ার সাথে সাথে তাৎক্ষণিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন তিনি।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান বলেন, জেলা তাপমাত্রা ৯ ডিগ্রিতে নেমে আসায় তিনি তাৎক্ষণিক সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

কাঞ্চন/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়