ঢাকা     মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৯ ১৪৩১

পায়রায় ক্লিংকার ও কোল আনলোডার ক্রেনবাহী দু’টি জাহাজ

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৪, ২৩ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৫:১১, ২৩ জানুয়ারি ২০২৪
পায়রায় ক্লিংকার ও কোল আনলোডার ক্রেনবাহী দু’টি জাহাজ

৫৪ হাজার ৪০০ মেট্রিকটন ক্লিংকার নিয়ে পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরে নোঙর করেছে এমভি মেঘনা ভেনাস নামের একটি মাদার ভেসেল। 

সোমবার (২২ জানুয়ারি) ভিয়েতনাম থেকে আসা জাহাজটি বন্দরের ইনারে এসে পৌঁছানোর পরই ক্লিংকার খালাস কার্যক্রম শুরু হয়। লাইটারের মাধ্যমে নদী পথেই এ পণ্য পৌঁছানো হচ্ছে গন্তব্যে। 

এদিকে ১৩৬৫ দশমিক ৮১ মেট্রিক টনের একটি ক্রেন নিয়ে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নোঙর করেছে এমভি জিন ঝু জিয়াং-৮৮ নামের আরও একটি মাদার ভ্যাসেল। সিঙ্গাপুর থেকে সোমবার জাহাজটি পৌঁছানোর পরই ক্রেনটি আনলোড করে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। এ নিয়ে এ বিদ্যুৎ কেন্দ্রে নির্মিত দ্বিতীয় ইউনিটের জন্য জাহাজ থেকে কয়লা আপলোডের দ্বিতীয় আনলোডার (ক্রেন) আনা হলো। 

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও মিডিয়া উইংস আজিজুর রহমান জানান, একের পর এক জাহাজ ভিড়ছে পায়রা বন্দরে। একই সঙ্গে নির্মাণ কাজও চলছে দ্রুত গতিতে। ৮ মাসে বন্দর কর্তৃপক্ষ রাজস্ব আদায় করেছে প্রায় ১ হাজার কোটি টাকা।

ইমরান/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়