স্ত্রীর মামলায় বরখাস্ত ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার
ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বাংলাদেশ ব্যাংকের বরখাস্তকৃত সহকারী পরিচালক (মানবসম্পদ) মোস্তাফিজুর রহমান ফিজু।
স্ত্রী মাকসুদা আক্তারের দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের বরখাস্তকৃত সহকারী পরিচালক (মানবসম্পদ) মোস্তাফিজুর রহমান ফিজুকে (৫৩) গ্রেপ্তার করেছে র্যাব-৩।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (২২ জানুয়ারি) রাতে ঢাকা থেকে ফিজুকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ফরিদপুরের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গাফফার বলেন, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। প্রথম স্ত্রীকে ভরণপোষণ ও সন্তানের ভরণপোষণ না দেওয়ায় ২০১৩ সালে মোস্তাফিজুর রহমান ফিজুর বিরুদ্ধে আদালতে মামলা করেন তার স্ত্রী মাকসুদা আক্তার।
ঢাকার দ্বিতীয় অতিরিক্ত পারিবারিক আদালতের বিচারক ফারিয়া নওশীন ওই মামলার রায়ে স্ত্রীর দেনমোহর ও খোরপোশ বাবদ এককালীন চার লাখ আট হাজার টাকা এবং নাবালক সন্তানের ভরণপোষণের জন্য প্রতি মাসে পাঁচ হাজার টাকা দেওয়ার আদেশ দেন। এই আদেশের বিরুদ্ধে আপিল করলে ২০১৭ সালে তা খারিজ করে দেন আদালত।
মামলার বাদী মাকসুদা আক্তার বলেন, আদালতে রায় থাকা সত্ত্বেও এ পর্যন্ত খোরপোশ বা ভরণপোষণের কোনো টাকাই তাকে দেননি মোস্তাফিজুর রহমান। এমনকি তিনি আদালতেও হাজির হতেন না। এ অবস্থায় আবারও আদালতের শরণাপন্ন হলে ২০২২ সালের জুলাইয়ে আদালত মোস্তাফিজুর রহমানকে একমাসের কারাদণ্ড দেন। এরপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, মোস্তাফিজুর রহমান ফিজু কুষ্টিয়া জেলার বাসিন্দা। ২০১০ সালে মাদক সংক্রান্ত মামলায় জড়িত হয়ে তিনি বাংলাদেশ ব্যাংকের চাকরি থেকে বরখাস্ত হন। প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরে তিনি ফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলীতে এসে আবার দ্বিতীয় বিয়ে করেন। তার প্রথম স্ত্রীও একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা।
তামিম/ফয়সাল