ঢাকা     মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৯ ১৪৩১

বরিশালে কচ্ছপ ব্যবসায়ীর কারাদণ্ড

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৮, ২৩ জানুয়ারি ২০২৪  
বরিশালে কচ্ছপ ব্যবসায়ীর কারাদণ্ড

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় সুভাষ বাড়ৈ নামের এক কচ্ছপ বিক্রেতাকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (২২ জানুয়ারি) বিকেলে আগৈলঝাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন ওই বিক্রেতাকে কারাদণ্ড দেন। 

তিনি উজিরপুর উপজেলার ভাউধর গ্রামের প্রয়াত সুধীর বাড়ৈর ছেলে। এসময় তার কাছে থেকে ১৭টি জীবিত কচ্ছপ ও দেড় কেজি কচ্ছপের মাংস উদ্ধার করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী সোহেল আমিন বলেন, আগৈলঝাড়া উপজেলার সাহেবের হাট বাজারে কচ্ছপ কেটে মাংস বিক্রি করছিলেন সুভাষ বাড়ৈ। এ খবরে ওই বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন। কচ্ছপের মাংস বিক্রির সময় হাতেনাতে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ১৭টি জীবিত কচ্ছপ ও দেড় কেজি মাংস উদ্ধার করা হয়।
বেঞ্চ সহকারী আরও বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে সুভাষকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে জীবিত কচ্ছপ উন্মুক্ত জলাধারে মুক্ত করা হয়েছে এবং মাংসগুলোতে কেরোসিন ঢেলে মাটি চাপা দেওয়া হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিল্টন মন্ডল বলেন, দণ্ডিত সুভাষকে মঙ্গলবার (২৩ জানুয়ারি) কারাগারে পাঠানো হয়েছে।

আরিফুর/ফয়সাল


সর্বশেষ

পাঠকপ্রিয়